নরেন্দ্র মোদি জীবন কাহিনী-Norendro modi Life Story |
নাম : নরেন্দ্র মোদি
জন্ম তারিথ : ১৭ ই সেপ্টেম্বর ১৯৯৫০
বয়স : ৬৮ বছর
উচ্ছতা : ৫ ফুট ৭"
ওজন : ৭৫ কেজি
জন্মস্থান : বড়নগর, বোম্বে রাজ্য (এখন গুজরাট) ভারত।
ধর্ম : হিন্দু
পেশা : রাজনীতিবীদ
স্কুল : উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় বাড়নগর গুজরাট ভারত।
বিশ্ববিদ্যালয় : গুজরাট বিশ্ববিদ্যালয়,দিল্লি বিশ্ববিদ্যালয়।
গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে এমএ করেছেন।
রাজনৈতিক দল : ভারতীয় জনতা পার্টি( বিজেপি)
বেতন : ১৬ লাখ রুপি
নেট মূল্য (আনুমানিক) : ২.২৮ কোটি।
পরিবার
বাবা : দমোদরদাস মুলচন্দ মোদি
মা : হেরেবেন
ভাই : সুমা
বোন : বসন্তিবেন হাসমুখালাল মোদি
১৯৯৮ সালে বিজেপি তাকে দলের গুজরাটের
ইউনিটের সাংগঠিক সম্পাক নির্বাচিত করে।
১৯৯৫ সালে নভেম্বের তিনি বিজেপির জাতীয় সচিব নির্বাচিত হন।
১৯৯৮ সালের মে মাসে তিনি বিজেপির সাধারন সম্পাদক হন।
২০০১ সালের ৩ অক্টোবর তিনি প্রথমবারের মতো গুজরাটের মুখ্য মন্তী হয়ে ওঠেন এবং
২০১৪ সাল পর্যন্ত এই পোস্টটি ধরে রাখেন।
৩১ মার্চ ২০১৩ এ তিনি বিজেপির সংসদীয় বোর্ডে নিযুক্ত হন
২৬ মে ২০১৪ সালে তিনি ভারতের ১৪ তম প্রধানমন্তী নিযুক্ত হন।
অজানা তথ্য
বারাক ওবামার পর নরেন্দ্র মোদির টুইটারে বিশ্বের ২য় সর্বাদিক অনুসরনকারী নেতা।
(১২ মিলিয়নের বেশি)
গুজরাটের মুখ্যমন্তী হিসাবে তার কার্যভাবে সময় ২০১০ সালে এটি বিশ্বের ২য় সেরা রাষ্ট হয়ে ওঠেStyle
0 মন্তব্যসমূহ