বিশ্বের ১০ শীর্ষ হিন্দু দেশ- তারা কেমন আছে জানলে অবাক হবেন |
হিন্দুধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম। তাই হিন্দুধর্মকে সনাতন ধর্ম নামেও অভিহিত করা হয়। হিন্দুধর্ম একাধিক ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দুধর্মকে বিশ্বের "প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস" বা "প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ" আখ্যা দেওয়া হয়। জনসংখ্যার বিচারে খ্রিষ্টধর্ম ও ইসলাম ধর্মের পরেই হিন্দু ধর্মের অবস্থান। সারা বিশ্বে এই ধর্মের অনুগামীদের সংখ্যা প্রায় ১৬৯ কোটি। এদের মধ্যে প্রায় ১০০ কোটি হিন্দুমতে বিশ্বাসী মানুষ বাস করেন ভারতীয় প্রজাতন্ত্রে। ভারত ছাড়াও পৃথিবীর অনেক দেশে হিন্দু জনগোষ্ঠী বসবাস করে আসছেন। সনাতন পন্ডিতের পাঠশালার আজকের ভিডিওতে আমরা জানবো, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর শীর্ষ ১০টি দেশ সম্পর্কে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন। প্রথমেই বলে রাখি হিন্দু রাষ্ট্র বলতে পৃথিবীতে কোন দেশ নেই। জনসংখ্যার শতকরা হার বিবেচনায় সবচেয়ে বেশী হিন্দু ধর্মানুসারী বসবাস করেন ভারত, নেপাল ও মরিশাসে। কিন্তু সর্বাধিক হিন্দু অধ্যুষিত ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। সাংবিধানিকভাবে ভারত কোনকালেই হিন্দু রাষ্ট্র ছিলনা। নেপাল এককালে হিন্দু রাষ্ট্র ছিল বটে, কিন্তু বর্তমানে নেপালও একটি ধর্ম নিরপেক্ষ দেশ। মরিশাসও একটি ধর্ম নিরপেক্ষ দেশ। তো চলুন জেনে নিই হিন্দু জনসংখ্যা বিবেচনায় কোন দশটি দেশ শীর্ষে আছে। ২০১০ সালে ওয়ার্ল্ড এটলাসের একটি জরিপের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। বিগত কয়েক বছরে নিশ্চয় এই সংখ্যার পরিবর্তন ঘটেছে। সনাতন পন্ডিতের পাঠশালা'র আজকের ভিডিওতে আমরা জানবো হিন্দু জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ দেশ সম্পর্কে। বিশ্বে হিন্দু দেশ কয়টি সে নিয়ে বিভিন্ন মত আছে। সত্যি বলতে হিন্দু দেশ বলতে একটিও নেই। ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে জানলেও ভারত কিন্তু একটি ধর্ম নিরপেক্ষ দেশ। তবু ভারতকেই শীর্ষ হিন্দু দেশ হিসেবে ধরা হয়। হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস, হিন্দু ধর্মের রহস্য, হিন্দু ধর্মের কথা জানতে হলে আমাদের এই আর্টিকেল টি পড়তে হবে।
১০.মায়ানমার
ক্যাপশন যোগ করুন |
৮. মালযেশিয়া
যুক্তরাজ্যে ৮ লক্ষ ৯০ হাজার হিন্দু ধর্মানুসারী বসবাস করে।এখানকার হিন্দুরা মুলত প্রবাসী হিন্দু। ভারত বাংলাদেশ সহ দক্ষিন এশিয়া দেশ থেকে এরা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে।যুক্তরাজ্যে ব্যবসা বানিজ্য রাজনীতিতে হিন্দুরা ব্যপক প্রভাব বিস্তার করেছেন।
৭. যুক্তরাষ্ট
মালয়েশিয়া মুলত একটি মুসলিম অদ্যসিত দেশ। হিন্দু ধর্ম মালয়েশিয়া পৃথিবীর চতুর্থ বৃহত্তম ও দেশ।এখানে বসবাসকারী হিন্দুদের সংখ্যা ১৭ লক্ষ ২০ হাজার।হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্টান মালয়েশিয়ায় বেশ জাকজমকের মাধ্যমে পালিত হয়।
৬.শ্রীলংলা
ভারতের প্রতিবেশি দেশ শ্রীলংকা। রামায়নে আমরা লংকা সম্পর্কে অনেক তথ্যই পাই।সেই থেকে আন্দাজ করা যেতেই পারে শ্রীলংকায় হিন্দুধর্ম অনেক আগেই থেকে।তবে বর্তমানে শ্রীলংকার বৌদ্দ অদ্যসিত দেশ।সর্বশেষ তথ্য অনুয়াহি শ্রীলংকায় ২৮ লক্ষ ২৩ হাজার হিন্দু বসবাস করেন।এদের বেশিভাগ তামিল বংশদ্রুত।
৫.পাকিস্তান
আপনি অবাক হয়ে গেছেন তাই না পাকিস্তানে হিন্দু।পাকিস্তানে ও হিন্দু কম নয়।সর্বশেষ তথ্য অনুযাহি পাকিস্তানের হিন্দুদের সংখ্যা ৩৩ লক্ষ ২৩ হাজার।
৪.ইন্দোনেশিয়া
জনসংখ্যার বিবেচনায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। ৪০ লক্ষ ৫০ হাজার হিন্দু বসবাস করে। ইন্দোনেশিয়ায় হিন্দুদের বসবাস পুরনো।এক সময় এই দেশ পরিচালনা করেেছ হিন্দু রাজার
৩. বাংলাদেশ
বাংলাদেশ একটি মুসলিম অদ্যসিত দেশ।হিন্দু ধর্ম এখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম।১৯৪৭ সালে দেশ ভাগের পূর্বে ৪০ শতাংশ হিন্দু ধর্মের ছিলেন। সর্বশেষ তথ্য অনুযাহি বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ১ কোটি ২৬ লক্ষ ২৮ হাজার।
২.নেপাল
বেশ কয়েক বছর আগে সাংবিধানিক ভাবে নেপাল ছিল একটি হিন্দু রাষ্ট। কিন্তু বর্তমানে নেপাল একটি ধর্ম নিরপক্ষ দেশ।নেপাল বিশ্বরের তৃতীয় বৃহত্তম হিন্দু দেশ।সর্বশেষ তথ্য অনুযাহি হিন্দুধর্মের সংখ্যা প্রায় ২ কোটি ৪১ লক্ষ ৭০ হাজার হিন্দু ধর্মানুসারী হিন্দু বসবাস করেন।
২.নেপাল
বেশ কয়েক বছর আগে সাংবিধানিক ভাবে নেপাল ছিল একটি হিন্দু রাষ্ট। কিন্তু বর্তমানে নেপাল একটি ধর্ম নিরপক্ষ দেশ।নেপাল বিশ্বরের তৃতীয় বৃহত্তম হিন্দু দেশ।সর্বশেষ তথ্য অনুযাহি হিন্দুধর্মের সংখ্যা প্রায় ২ কোটি ৪১ লক্ষ ৭০ হাজার হিন্দু ধর্মানুসারী হিন্দু বসবাস করেন।
১.ভারত
সর্বশেষ তথ্য অনুয়াহি হিন্দুূদের সংখ্যা ৯৭ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার হিন্দু জনগোষ্টি বসবাস করেন।ভারতে বহু বিখ্যাত মন্দির ও তীর্তস্থান রযেছে।
0 মন্তব্যসমূহ